খাগড়াছড়িতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


admin প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।
২০ জানুয়ারি সোমবার সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসি বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তারুণ্যের মাঝে আমরা পরিবর্তনের শক্তি দেখতে পাই। আজকের এই আয়োজন তরুণদের সেই শক্তিকে আরও উজ্জীবিত করবে। তরুণরাই আগামীর বাংলাদেশ, এবং খেলাধুলার মাধ্যমে তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব বুঝতে হবে।”
উদ্বোধনী খেলায় মাটিরাঙ্গা উপজেলা বালক দল খাগড়াছড়ি সদর উপজেলার অনূর্ধ্ব-১৭ বালক দলকে ১-০ গোলে পরাজিত করে। অপরদিকে, মাটিরাঙ্গা বালিকা দল ট্রাইব্রেকারে খাগড়াছড়ি সদর বালিকা দলকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়।
বিকালের খেলায় গুইমারা উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক দল ট্রাইব্রেকারে মহালছড়ি উপজেলা বালক দলকে ৫-৪ গোলে হারায়। অপর ম্যাচে গুইমারা বালিকা দল ট্রাইব্রেকারে মহালছড়ি বালিকা দলকে ৪-৩ গোলে পরাজিত করে।
জেলা ক্রীড়া অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ জানান, এই টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ১৮ জন বালক এবং ১৮ জন বালিকা খেলোয়াড়কে পরবর্তীতে খাগড়াছড়ি জেলা দলের হয়ে চট্টগ্রাম বিভাগীয় টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, ক্রীড়া সংগঠক নজরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্ট তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াবে এবং তাদের সৃজনশীল দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।