খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি জেলার সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন। এ অভিযানে ১৭টি ইটভাটার মধ্যে ১৩টি ইটভাটাকে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পানি ছিটিয়ে কাঁচা ইটসহ সরঞ্জামাদি নষ্ট করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।
ইউএনও জানান, সদর উপজেলার গঞ্জপাড়া, কমলছড়ি ও ইটছড়ি এলাকায় অবৈধভাবে পরিচালিত ৪টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ইটভাটাকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ফায়ার সার্ভিসের সহায়তায় কাঁচা ইট, মাটি ও ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করা হয়।
অভিযানের সময় ইটভাটায় ব্যবহৃত মাটি, জ্বালানি কাঠসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করা হয়। অভিযানে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় আরও ১৩টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ২টি টিনের চিমনি ও ৪৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। সব অবৈধ ইটভাটার উৎপাদন বন্ধ করতে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে এবং কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।
এই অভিযান ইটভাটার পরিবেশগত ক্ষতি কমাতে এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে প্রশাসন।
আপনার মতামত লিখুন :