প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর অংশ হিসেবে সদর উপজেলায় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্য
পুরস্কার বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “শিশু-কিশোরদের মোবাইলের আসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সুস্থ শরীর ও মন ভালো রাখতে সাহায্য করে। আমাদের শিশু-কিশোররা এখন একে অপরের সঙ্গে কথা না বলে মোবাইলের স্ক্রিনে সময় ব্যয় করছে, যা তাদের সামাজিক এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। তাই মোবাইলের অপব্যবহার রোধ করে তাদের মাঠমুখী করা জরুরি।”
প্রতিযোগিতা ও ফলাফল
এ টুর্নামেন্টে তিনটি দল অংশ নেয়। ফাইনালে প্রজন্ম ক্লাব খাগড়াছড়ি ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, নিটোল মনি চাকমা, শহিদুল ইসলাম সুমন, ক্রীড়া সংগঠক জ্যোতিষ বসু ত্রিপুরা, প্রমিলা ফুটবল কোচ, এবং অন্যান্য ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :