প্রতিনিধিঃ খাগড়াছড়ি শালবন রহমানিয়া শাহী জামে মসজিদ খতিবের বাসভবন নির্মাণের জন্য পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে ১০বান ডেউটিন উপহার প্রদান করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শালবন রহমানিয়া শাহী জামে মসজিদ খতিবের বাসভবন নির্মাণের জন্য ১০ বান ডেউটিন মসজিদ কমিটির হাতে তুলেদেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি জেলা আ,লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.কাশেম, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য নিলোৎফল খীসা, সদস্য শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, পৌর কাউন্সিলর মানিক পাটোয়ারী, মো.রেজাউল করিম, শালবন রহমানিয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো.নুরুল আলম ও মসজিদের খতিব মাওলানা মো.হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :