মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তাকে গত আগস্ট মাসের কার্যক্রমের অভিন্ন মানদণ্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ সার্কেল, অফিসার ইনচার্জ (ওসি) ও শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত মাসিক কল্যাণ সভা শেষে এ সম্মাননা স্মারক প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্ত ধর, পিপিএম(বার)। এতে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মানিকছড়ি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম ও শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে মানিকছড়ি থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. আজগর হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মাসিক কল্যাণ সভায় বিভিন্ন থানার মামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার ও চোরাচালান বন্ধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)।
আপনার মতামত লিখুন :