খাগড়াছড়ি আইডিইবি’র গণপ্রকৌশল দিবস পালিত


admin প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৯:৩৯ অপরাহ্ন /
খাগড়াছড়ি আইডিইবি’র গণপ্রকৌশল দিবস পালিত

প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় ”উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রনয়ন বাস্তবায়নের আহবানে গণপ্রকৌশল দিবস’২৩ পালিত হয়েছে। ৮ই নভেম্বর বুধবার আইডিইবি’র গৌরবোজ্জল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি শোভা যাত্রা বের করা হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে র‌্যালী শোভা যাত্রাটি ভাংগাব্রীজ এলাকা হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার আইডিইবি ভবনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি চাইথোয়াই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  টিটিসি’র অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন আইডিইবি’র জেনিক সাধারন সম্পাদক মো: সাদেকুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো: নাজিম উদ্দিন, দীঘিনালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, পাজেপ উপ-সহকারী প্রকৌশলী মো: জামিল হোসেন. প্রকৌশলী কাজী মো: মিজানুর রহমান, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী মো: খোরশেদ আলম। এ সময় এলাকার সরকারী-বেসরকারী, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা অংশ গ্রহন করে।