খাগড়াছড়িতে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


admin প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন /
খাগড়াছড়িতে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সবুজ পাতার ডেস্ক : ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৯ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, ৩০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির উশ্যেপ্রু মারমা, জাকের পার্টির মোহাম্মদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো: মোস্তফা এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির মো: হাবিবুর রহমান।
২৯নভেম্বর বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর নিকট সর্বপ্রথম মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। দ্বিতীয় ধাপে ৩০নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আরো ৬জন মনোনয়ন পত্র দাখিল করেন।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন,খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রথমধাপে গতকাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজকে শেষ দিনে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৭জন মনোনয়ন পত্র দাখিল করেছে। যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন,আওয়ামী লীগ প্রার্থী , ১ জন স্বতন্ত্র প্রার্থী, তৃণমূল বিএনপি , জাতীয় পার্টি,  জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও বাংলাদেশ কংগ্রেস পার্টি।


স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমা জানান, নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তবে না পাওয়ায় এবং দলীয় প্রধানের ঘোষণা মেনেই স্বতন্ত্র ভাবে নির্বাচনে যাচ্ছি। জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যম হলো নির্বাচন।