খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ-এর গোপন আস্তানা থেকে গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন /
খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ-এর গোপন আস্তানা থেকে গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

প্রতিনিধি : খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকারবারি পাড়া এলাকায় এক বিশেষ অভিযানে একটি গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

গত ১৬ এপ্রিল গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই আস্তানাটি তল্লাশি করে সেনাবাহিনী সেখান থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করে, যার মধ্যে রয়েছে:

  • তিন জোড়া পোশাক ও ১৯টি ইউনিফর্মের প্যান্ট

  • পিস্তলের গুলি

  • একটি ল্যাপটপ, ওয়াকি-টকি সেট, দুটি মোবাইল ফোন

  • একটি মাইক্রোফোন, একটি ক্যামেরা ও একটি প্রিন্টার

  • সেলাই মেশিন, তাবু, জাল

  • লোহার চেইন, ক্যাপ, রান্নার উপকরণ ও খাদ্যসামগ্রী

  • চাঁদা আদায়ের রসিদ এবং প্রচারমূলক সামগ্রী

স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরটি তল্লাশি করা হয়। যদিও অপহৃত শিক্ষার্থীদের কাউকে ওই আস্তানায় পাওয়া যায়নি, নিরাপত্তা বাহিনী জানায়—তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে প্রতিটি স্থান খতিয়ে দেখা হবে।

স্থানীয় সূত্র জানায়, এটি ইউপিডিএফ (মূল) গ্রুপের একজন শীর্ষস্থানীয় নেতার অস্থায়ী আস্তানা ছিল।

পার্বত্য অঞ্চলের শান্তি বজায় রাখতে এবং সশস্ত্র তৎপরতা রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।