খাগড়াছড়িতে রাবার বাগানে ফুটফুটে নবজাতক উদ্ধার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ন /
খাগড়াছড়িতে রাবার বাগানে ফুটফুটে নবজাতক উদ্ধার

 

শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ: খাগড়াছড়ি সদর উপজেলার ২ নম্বর প্রকল্প গ্রামে এক নবজাতককে পরিত্যক্ত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে রাবার বাগানের পাশে সড়কে চাদরে মোড়ানো অবস্থায় স্থানীয়রা নবজাতকটিকে দেখতে পায়।

প্রত্যক্ষদর্শী দীনেশ ত্রিপুরা জানান, সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে স্থানীয়রা শিশুটিকে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী সেখানে জড়ো হয়। উদ্ধারকৃত নবজাতকটি সুস্থ আছে এবং বর্তমানে স্থানীয় নারীরা তার যত্ন নিচ্ছেন।

ভাইবোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা জানান, ঘটনাটি ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর প্রকল্প পাড়া এলাকায় ঘটেছে। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। নবজাতকটি বর্তমানে বেলতলী পাড়ায় রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে কয়েকটি পরিবার শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, এর আগেও খাগড়াছড়িতে পরিত্যক্ত নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। গত এপ্রিল মাসে শহরের ব্রীজ এলাকায় পাবলিক টয়লেটের সামনে থেকে মৃত এক নবজাতক এবং তার কিছু মাস আগে মধুপুর এলাকায় একটি খাল থেকে আরেক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।