খাগড়াছড়িতে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক -৩


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন /
খাগড়াছড়িতে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক -৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : ৪০লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৩জনকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ । গত ১১সেপ্টেম্বর সোমবার রাত ৯টা ৫৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চেঙ্গীস্কোয়ার মোড় সংলগ্ন লারমা স্কয়ারের সম্মুখে এ দেশীয় তৈরি চোলাইমদসহ ৩জনকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার এসআই(নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় টিম এ অভিযান পরিচালনা করেন।

খাগড়াছড়ি সদর  থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১১ ডিউটি করাকালে গোপন সূত্রে জানিতে পারেন যে, খাগড়াছড়ি থানাধীন ৪নং পৌর ওয়ার্ডস্থ চেঙ্গী স্কোয়ার মোড় সংলগ্ন লারমা স্কয়ারের সম্মুখে পাকা রাস্তার উপর পার্কিং করা হানিফ পরিবহনের ১টি গাড়ীতে করে কতিপয় মাদক ব্যবসায়ীরা পরস্পরের যোগসাজসে দেশীয় তৈরী ৪০ লিটার চোলাইমদ ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া অফিসার ইনচার্জ মহোদয়ের নিদের্শে এসআই(নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ বর্নিত স্থানে গিয়ে অত্র মামলার ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে  তাদের তথ্যমতে এবং উপস্থিত লোকজনের সামনে নিম্নে বর্নিত আলামত সমূহ জব্দ করা হয়।

পুলিশের তথ্যানুয়ী আটককৃতরা হলেন,খাগড়াছড়ির গুইমারা ইউপির রবীন্দ্র কার্বারী পাড়ার হিরন ত্রিপুরার ছেলে অয়ন ত্রিপুরা (২১),ভোলা জেলার চরফ্যাশন ইউনিয়নের শিবা(আমিনাবাদ)এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো: বনি ইয়ামিন(২০) ও কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মৃত আবদুল মালেকের ছেলে জহিরুল ইসলাম(৪৫) বর্তমান ঠিকানা শান্তিনগর। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়ান চাকমা(২৫) নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ৪টি কাগজের কার্টুনের ভিতর প্রতিটি কার্টুনে ২টি করে সর্বমোট ৮ বোতল দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ৫লিটার করিয়া সর্বমোট ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ,যার আনুমানিক বাজার ১২হাজার টাকা। চোলাই মদ পরিবহনের কাজে ব্যবহৃত হানিফ পরিবহনের বাস গাড়ী, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৫, ইঞ্জিনং-JO8C-F৪৭৫৯৩, চেসিস নং- AK1JMK-১৭৩৯৭।  রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড, ফিটনেস সনদ,ট্যাক্স টোকেনসহ গাড়িটি জব্দ করা হয়।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার  এসআই মিনহাজুল আবেদীন জানান,পুলিশ বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  রুজু করা হয়েছে।