কোন নেতাকর্মী অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হলে দলীয় ভাবে ব্যাবস্থা নিবো —ওয়াদুদ ভূইয়া
admin
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন /
০
পানছড়ি প্রতিনিধিঃ
গত ১৭ বছরের স্বৈরশাসন নিয়ে আলোচনা করে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি ক্ষমতায় এলে আগের চেয়ে অনেক বেশী উন্নয়ন হবে। তিনি আরো বলেন, স্বৈরাচারের আমলে ঘুষ দিয়ে গুচ্ছগ্রামে প্রকল্প চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষদের ঠকিয়েছে। বিএনপির কোন নেতাকর্মী যদি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়, আমরা দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবো। তাই আগামীতে দেশের উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিএনপিকে নির্বাচিত করার আহবান জানান। পানছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১৮ই মার্চ মঙ্গলবার উল্টাছড়ি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন’র সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সি: সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় জেলা, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :