খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : তারুণ্যের উচ্ছ্বাস আর খেলাধুলার প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি সদর উপজেলার মধুপুর এপিবিএন হাই স্কুল মাঠ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “কাবাডি আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মেধা ও মননের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারবে।”
প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান— শালবন স্কুল অ্যান্ড কলেজ, পানখাইয়া পাড়া হাই স্কুল, সরকারি শিশু পরিবার, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় ও এপিবিএন হাই স্কুল।
দিনব্যাপী টুর্নামেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন :