কবাখালী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন


admin প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ন /
কবাখালী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

মো: সোহেল রানা : অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আর কাঠের তৈরি অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে না। আগামী বছর থেকে স্থায়ী শহীদ মিনারের ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয় নতুন শহীদ মিনার উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি‘র বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
খাগড়াছড়ি দীঘিনালায় ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার পর স্থায়ী ভাবে তৈরি করা নতুন শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কবাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মফিজুর রহমানরে সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। সহকারী শিক্ষক মোছা: সুমী আক্তার এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো: মাইন উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্যাপি চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এখতার আলী প্রমুখ। আলোচনা সভার আগে ফিতা কেটে নতুন শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।