মো: সোহেল রানা
আর্ত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়ীক শান্তি সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেনাবহিনীর কাজে প্রশংসার অতুলনীয় হয়ে আছে পার্বত্য অঞ্চলে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদুল ফিতর উদযাপন করতে খাগড়াছড়ি রিজিয়ন ও দীঘিনালা জোনের ৪ইং বেংগলের সেনাবাহিনীর পক্ষথেকে আল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানায় ঈদ উপহার প্রদান হয়েছে।
রবিবার(৩০মার্চ) বিকাল ৩টায় দীঘিনালা উপজেলায় পশ্চিম থানাপাড়া আল হুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় খাগড়াছড়ি রিজিয়ন ও দীঘিনালা জোনের ৪ই বেংগল আয়োজনে এতিমদের মাঝে ঈদ উপহার সামগ্রী নগদ আর্থিক অনুদান প্রদান করেন, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান এসএসপি,এনডিসি, পিএসসি ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান সহধর্মীনি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, আল হুদা মহিলা মাদরাসার পরিচালনা কমটির সভাপতি মো: মাসুদ রানা, দীঘিনালা জোনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: জয়নুল।
ঈদ উপহার প্রদানকালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান বলেন, এতিমদের কেউ নাই মানে আমরা সবাই আছি। পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সহযোগীতা করতে সেনাবাহিনী বন্ধ পরিকর, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সেনাবাহিনী সাহায্য সহযোগীতা করে থাকে। আল হুদা মহিলা মাদরাসার সকল উন্নয়ন কাজ দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: ওমর ফারুক সার্বিক সহযোগীতা করবে এবং তার তত্বাবধানে করা হবে।
আপনার মতামত লিখুন :