উপজেলা প্রশাসনের উদ্যোগে মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


admin প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন /
উপজেলা প্রশাসনের উদ্যোগে মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মানিকছড়ি, প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির মানিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ২৬ শে মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

পরে সকাল ৮টায় রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পৃথক পৃথক অনুষ্ঠনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, নাগরিক কমিটির প্রতিনিধি এস.এম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।