আবদুল আলী : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউপির জালিয়াপাড়া থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় ৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জাহাঙ্গীরকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় গুইমারা থানার এসআই(নিঃ) মো: মোকারম হোসেন এর নেতৃত্বে তার সঙ্গীয় অফিসার-ফোর্স সহ একটি অভিযান চালিয়ে গুইমারা থানাধীন হাফছড়ি ইউপির জালিয়াপাড়া এলাকার সৈয়দ এন্ড সুবেদ সাপ্লায়ার্স হলুদ ফ্যাক্টরীর দক্ষিণ পাশের মাঠ থেকে মৃত মো. হান্নান এর পুত্র মো. জাহাঙ্গীর হোসেন (২৪) কে ৮ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি মানিকছড়ি থানাধীন গাভামারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু পুর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও তিনি বলেন, মাদক পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, দেশ ধ্বংস করে। জনসচেতনতাই পারে মাদক নিয়ন্ত্রণে সহায়তা করতে। সকলকে মাদককে “না” বলার জন্য অনুরোধ করছি। মাদকের বিরুদ্ধে গুইমারা থানার এমন অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :