“আদিবাসী” শব্দ ব্যবহারের প্রতিবাদ- বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৮:২০ অপরাহ্ন /
“আদিবাসী” শব্দ ব্যবহারের প্রতিবাদ- বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পার্বত্য চট্টগ্রামকে ঘিরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বন্ধ ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সংবিধানবহির্ভূতভাবে “আদিবাসী” শব্দ ব্যবহারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে আয়োজকরা ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে উপজাতি সন্ত্রাসীদের হাতে নিহত ৩৫ জন বাঙালি পরিবারগুলোর পূর্ণবাসন এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন। বক্তারা বলেন, পাকুয়াখালী হত্যাযজ্ঞ ইতিহাসের এক কালো অধ্যায়। ২৮ বছর পেরিয়ে গেলেও এর বিচার হয়নি।অবিলম্বে হত্যাকাণ্ডের দায়ীদের, বিশেষ করে সন্তু লারমাকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা ।
‘আদিবাসী’ শব্দ নিয়ে ক্ষোভ-:
বক্তারা অভিযোগ করেন, সংবিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জনগণ ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃত। অথচ কমিশনের প্রতিবেদনে “আদিবাসী” শব্দ ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। পরে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও সদস্যদের কুশপুত্তলিকা দাহের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন—পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবীর, জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. সুমন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।