আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন (২৩ বিজিবি) যামিনীপাড়া জোন অধিনায়ক


admin প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন /
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন (২৩ বিজিবি) যামিনীপাড়া জোন অধিনায়ক

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য এলাকার স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স যামিনীপাড়া জোনের আওতাধীন এলাকায় বসবাসকারী জনৈক ভিডিপি সদস্য মোঃ বিল্লাল হোসেন (৫০), পিতা-মৃত আমির হোসেন, গ্রাম-সাহেব সরদার পাড়া, ডাকঘর-তাইন্দং, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়িকে একটি নতুন ঘর হস্তান্তর করেন। উল্লেখ্য যে, গত ১৮ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ০৯০০ ঘটিকায় বর্ণিত ভিডিপি সদস্যের বসতবাড়ীতে অগ্নিকান্ড সংঘটিত হয়ে বসতঘরসহ রান্নাঘর এবং ঘরে রক্ষিত সকল মালামাল পুড়ে যায়। তার আবেদনের প্রেক্ষিতে যামিনীপাড়া জোনের পক্ষ থেকে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”এর আওতায় ০১টি নতুন বসত ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়। সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ০৫ জন।