অসহায় পরিবারকে হাঁসের খামার দিল বিলাইছড়ি সেনা জোন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন /
অসহায় পরিবারকে হাঁসের খামার দিল বিলাইছড়ি সেনা জোন

ডেস্ক রিপোর্টঃ

 

বিলাইছড়িতে সম্প্রীতি-উন্নয়নের ধারাবাহিকতায় মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি সেনা জোন।

 

আজ, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি সেনা জোনের পক্ষ থেকে এক অসহায় উপজাতি পরিবারকে স্বাবলম্বী করে তোলার জন্য হাঁস, হাঁসের শেড, খাবার, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেছে।

 

বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রিফায়েত করিম চৌধুরী, পিএসসি এবং সেনা জোনের অন্যান্য অফিসারের উপস্থিত থেকে উল্লেখিত হাঁস, হাঁসের শেড, খাবার, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করেন। এ সময় স্থানীয় মেম্বার, হেডম্যান, কারবারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় সেনা জোন কমান্ডার বলেন, দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী দিতে পেরে আমরা অনেক আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সেনাবাহিনীর সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় পরিবার। বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অনায়নে বিলাইছড়ি সেনা জোন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।