অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন /
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন

 

মো. সোহেল রানা :”অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. রিসাসাদ উদ্দীন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “অর্থনৈতিক শুমারি একটি চ্যালেঞ্জিং কাজ। সঠিক তথ্য নিশ্চিত করতে সবাইকে সততা ও সুন্দর ব্যবহার প্রদর্শন করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই শুমারির তথ্য খুবই গুরুত্বপূর্ণ।” তিনি সবাইকে শুমারির সঠিক তথ্য সংগ্রহে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান।

এই প্রশিক্ষণে অংশ নেন:
৯টি উপজেলার উপজেলা শুমারি সমন্বয়কারী (২ জন)
জোনাল অফিসার (২৮ জন)
জেলা আইটি সুপারভাইজার (১ জন)
আইটি সুপারভাইজার (২৮ জন)
পরবর্তী কর্মসূচি
উপজেলা পর্যায়ে ৫-৮ ডিসেম্বর পর্যন্ত সুপারভাইজার ও গণনাকারীদের জন্য ৪ দিনব্যাপী অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ১০-২৬ ডিসেম্বর মাঠ পর্যায়ে গণনাকারীরা তথ্য সংগ্রহ করবেন।

এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন: খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. রিসাসাদ উদ্দীন এবং উপজেলা শুমারি সমন্বয়কারী মো. এনামুল হক।
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর এই কার্যক্রম সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।