খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: খাগড়াছড়িতে ২হাজার ৪’শ বোতল ভেজাল জুস জব্দ করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে ৫ অক্টোবর বিকাল ৪টা ২৫মিনিটে খাগড়াছড়ি সদর থানার ৯নং পৌর ওয়ার্ডস্থ মহিলা কলেজ রোডের রুখই চৌধুরী পাড়া মেসার্স বি.কে. স্টোরে এসআই(নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ৫২হাজার ৮০০টাকা টাকা মূল্যের ২হাজার ৪০০ বোতল ভেজাল জুস জব্দ করা হয়। বোতলে লেখা রয়েছে মাদার ফ্রুটি। এ সময় ভেজাল জুসসহ মৃত নির্মল চন্দ্র দে এর ছেলে উজ্জ্বল দে কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, ভেজাল জুসসহ উজ্জ্বল দে কে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :