আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : গুইমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরীর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে উপজেলা আওয়ামী লীগের সমাবেশে যোগদান করেছে।
৩০ সেপ্টেম্বর শনিবার গুইমারা উপজেলা সমাবেশে যোগদান করতে হাফছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাফছড়ি ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে সকাল ১১ টায় পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ওহাবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জালিয়াপাড়া হতে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে যোগাদান করেন। বিশাল মিছিলকে স্বাগত জানান গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।
আপনার মতামত লিখুন :