প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পোমাংপাড়ার স্বর্ণ কুমার ত্রিপুরাকে গত ১৫ অক্টোবর মধ্যরাতে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। আসামী রঞ্জন কুমার চাকমা, গিরি চাকমা, জোনাল চাকমা ও বসুচা ত্রিপুরাকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও ত্রিপুরা যুব কল্যাণ সংসদ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পোমাং পাড়া এলাকার মৃত বদন ত্রিপুরার ছেলে। স্বর্ণ কুমার পেশায় বাবুর্চি ছিল। তার এক স্ত্রী ও তিন সন্তান রয়েছে। নিহতের ছেলে হিরাময় ত্রিপুরা বলেন, কাজ থাকলে বাবা প্রায়ই রাত করে বাড়ি ফিরতেন, কোনো কোনো দিন ফিরতেন না। ঐদিন রাতেও তিনি বাড়ি ফেরেননি। ভোরে একজন অটোরিকশা চালক বাড়ি এসে রাস্তায় বাবার লাশ পড়ে থাকার খবর দেয়। ওসি মো. জাকারিয়া বলেন, ঐদিন
সকালে গিয়ে আমরা নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার লাশ উদ্ধার করি। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছে। রঞ্জন কুমার চাকমা, গিরি চাকমা, জোনাল চাকমা ও বসুচা ত্রিপুরাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :