স্টেকহোল্ডার নিয়ে গুইমারায় মৎস্য দপ্তরের দিনব্যাপী কর্মশালা


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন /
স্টেকহোল্ডার নিয়ে গুইমারায় মৎস্য দপ্তরের দিনব্যাপী কর্মশালা

 

আবদুল আলী : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গুইমারা উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ সোমবার বলা ১১টায় গুইমারাা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
স্বগত বক্তব্যে গুইমারা উপজেলা মৎস কর্মকর্তা দীপন চাকমা বলেন, স্থানীয় চাষীদের স্বাবলম্ভী করার জন্য কাজ করছে মৎস বিভাগ। তিন পাবত্য জেলার ২৬টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্ঠি চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের দারিদ্র হ্রাসকরনে কাজ করছি আমরা।

গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপ পরিচালক মো: টিপু সুলতান, প্রকল্প পরিচালক আবদুল্যাহ আল মামুন, জেলা মৎস কর্মকর্তা ড. আরিফ হোসেন প্রমূখ।
বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা সদর ইউপির চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমূখ। এ সময় উপস্থিতিদের মাধ্যমে স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়।