সবুজ পাতার ডেস্ক : সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস রাংগামাটির আওতাধীন খাগড়াছড়ি জেলার ৯ টি উপজেলার শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ও ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে খাগড়াছড়ি বাজার ফান্ড প্রশাসকের কনফারেন্স রুমে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাউথ এর জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল আজিজ প্রধান অতিথি হিসেবে শাখা ব্যবস্থাপকগণের সাথে স্মার্ট ব্যংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। সভায় খাগড়াছড়ি শাখা এজিএম সমর কান্তি ত্রিপুরা ঋণ গ্রহিতাদের সঠিক সময়ে ঋণ পরিশোধ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হওয়ার অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :