দিঘীনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় চাকমা জনগোষ্ঠীর আধুনিক বর্ণমালার প্রবক্তা সাহিত্যক নোয়ারাম চাকমার ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর বুধবার সকাল ১০ টায় নোয়ারাম চাকমা সাহিত্য সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুলক সুচি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,ইউআরসি মাইন উদ্দিন,দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, নোয়ারাম চাকমা সাহিত্য সংসদের পরিচালক ইনজেব চাকমা, শান্তি জীবন চাকমা, সাহিত্যিক কেবি দেবাশীষ চাকমা ও আর্যমিত্র চাকমা বক্তব্য রাখেন। বক্তৃতাগণ বলেন, যেকোনো জাতির অস্তিত্ব রক্ষায় তার মাতৃভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণের কোনো বিকল্প নেই। তাই জাতিগত কৃষ্টি সংস্কৃতি ও মাতৃভাষা সংরক্ষণে সাহিত্যক নোয়ারাম চাকমা যে অবদান রেখে গেছেন তা অনুকরন করে চাকমা জনগোষ্ঠীর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে। সভাশেষে চাকমা ভাষার বর্ণমালায় পারদর্শীতা অর্জনকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :