সাজেক বন্যায় দূর্গতদের খাবার সামগ্রী বিতরন বাঘাইহাট জোন


admin প্রকাশের সময় : মে ২৯, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন /
সাজেক বন্যায় দূর্গতদের খাবার সামগ্রী বিতরন বাঘাইহাট জোন

মো: সোহেল রানা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বারি বর্ষনে সৃষ্ট বন্যায় দূর্গত শতাধিক পরিবারের মাঝে খাবার সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোনের ৬ইস্ট বেঙ্গল‘র সেনাবাহিনী।
বুধবার (২৯ মে) সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে পানি বন্ধী হতদরিদ্র দুঃস্থ -শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোনের ৬-ইস্ট বেঙ্গল‘র জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন ভারপাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খান, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, ব্যবসায়ী মো: আনোয়া হোসেন, কাঠ মালিক সমিতির সহ-সভাপতি মো: বাবুল হোসেন, কাঠমালিক সমিতির কোষাধ্য মো: ইসমাইল (পিসি) জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। ত্রান সহায়তা বিতরণকালে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।