মো: সোহেল রানা : খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি‘র উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় ও অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি এর নির্দেশনায় শিয়ালদাহ পাড়া বিওপি’র কমান্ডার সুবেদার মো: মাহতাব দূর্গম সীমান্তের শিয়ালদহ পাড়া, জামপাড়া, কাইস্যাপাড়া, লুইনথাংপাড়া ও অরুণপাড়া এলাকার হতদরিদ্র পাহাড়ী পরিবারের মাঝে দেড়শতাধিক কম্বল বিতরন করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিওপি’র অন্যান্য পদবীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকারভোগী বিকাশ ত্রিপুরা, অনিল ত্রিপুরা, জগন্নাথ ত্রিপুরা, জয় বিকাশ চাকমা, রণবীর চাকমা শীতবস্ত্র পেয়ে বলেন, প্রচন্ড শীতে দূর্গম পাহাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক শীত বস্ত্র দিয়েছে। আমরা ৫৪বিজিবি‘র প্রতি কৃতজ্ঞতা জানাই।
আপনার মতামত লিখুন :