সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া


admin প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন /
সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক পলাশ বড়য়া (৪৫) মৃত্যু বরণ করেছেন। ২ আগস্ট বুধবার ঢাকা সমরিতা হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে রেখে গেছেন। গত ৩০ জুলাই রাঙামাটির লংগদু উপজেলায় কয়েকজন শুভার্থীসহ বেড়াতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পলাশ। তাৎক্ষনিকভাবে তাকে রাবেতা মডেল হাসপাতালে চিকিৎসা দিয়ে দ্রুত নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ি সদর হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পাঠানো হয় চট্টগ্রামে। চট্টগ্রামেও চিকিৎসকরা তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে আইসিইউ হয়ে পাঠানো হয় শমরিতা হাসপাতালের লাইফ সাপোর্টে। অবস্থার কোন উন্নতি না হওয়া বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বজন রূপায়ন বড়ুয়া মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, পলাশের মৃতদেহ নিয়ে রাতেই ঢাকা থেকে তার নিজ বাড়ি দীঘিনালার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে ধর্মীয় ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দাহ করা হবে।
সাংবাদিক পলাশ বড়ুয়া শুরু থেকেই প্রথম আলোর সাথে জড়িত ছিলেন, তিনি বর্তমানে তিন পার্বত্য জেলায় পত্রিকাটির একমাত্র উপজেলা প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি নানান সামাজিক কাজের সাথে জড়িত হয়ে তিনি হয়ে উঠেন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার অন্যতম আইকন। প্রায় প্রতিদিনই ছবি বা সংবাদে প্রথম আলোর পাতা জুড়ে ছিলো তার প্রাণবন্ত উপস্থিতি। মিশুক,সদালাপি পলাশ হয়ে উঠেছিলেন পাহাড়ের প্রিয় সাংবাদিক। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান।