সাংবাদিকদের সাথে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন /
সাংবাদিকদের সাথে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের মতবিনিময় সভা

সবুজ পাতা ডেস্ক : সাংবাদিকদের সাথে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তর অডিটোরিয়ামে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান,এসপিপি, এনডিসি, পিএসসি।
সভায় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন,‘‘পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী অপারেশন উত্তরণের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং সন্ত্রাস বিরোধী অভিযানে নিয়োজিত। আমাদের একমাত্র কাজ সন্ত্রাসী দমন, সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জেলায় উন্নয়নের সহযোগী ভূমিকা পালন করা। অপারেশন উত্তরণের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে কর্মরত সকল সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে আসছে। আমাদের দায়িত্ব সকল কাজের উপযুক্ত পরিবেশ এবং সম্প্রীতি বজায় রাখা। প্রত্যাহিক আইন শৃংখলা রক্ষা করা আমাদের কাজ নয়, তবে যে শৃংখলার সাথে এলাকার শান্তির যোগসূত্র আছে তা রক্ষা করা অবশ্যই আমাদের কর্তব্য । পার্বত্য চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের ভূমিকাকে সাধুবাদ জানাই’’।

এ সময় জেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিকই উপস্থিত ছিলেন।