প্রিয় পার্বত্যবাসী,
এদেশ আমার আপনার সকলের। আমরা পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। আমরা শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করতে চাই।
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে গত কিছুদিন যাবত চলা সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝির কারণে প্রাণহানিসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এহেন ক্রান্তিকালে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন আবশ্যক।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে জেনে না জেনে নানান গুজব রটিয়ে চলেছে। এমন গুজবে কান না দিয়ে সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে বিশ্বাস অথবা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। গুজবে বিশ্বাস করে নিজের, দেশ ও জাতীয় ক্ষতি করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করছি।
পার্বত্য এলাকার এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অংচিংনু মারমা
কেন্দ্রীয় সমন্বয়ক
(পার্বত্য চট্টগ্রাম- খাগড়াছড়ি,রাঙামাটি,বান্দরবানে)
ও সভাপতি, খাগড়াছড়ি জেলা কমিটি
Combined Human Rights World.
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড
আপনার মতামত লিখুন :