সংস্কারকৃত খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্বোধন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন /
সংস্কারকৃত খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্বোধন

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পহেলা ফাল্গুনে আমাদের বাংলা সংস্কৃতি,পরিবেশ ও কিছু প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে। এ কারণেই পহেলা ফাল্গুন বাংলার প্রত্যেক মানুষ প্রতিবছরে খুশিমনে বরণ করে নেয়। ঠিক তেমনি আজ সংস্কারকৃত খাগড়াছড়ি লেডিস ক্লাবও সেজেছে নতুন রুপে,নতুন সাজে। ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টায় সংস্কারকৃত এ ক্লাবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সহ-ধর্মীনি ও খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভানেত্রী রাবেয়া চৌধ্রুী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম প্রমূখ।