শারদীয় দুর্গাপূজা উযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৩, ৪:১৮ অপরাহ্ন /
শারদীয় দুর্গাপূজা উযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এই দেশটা আমাদের সকল সম্প্রদায়ের, তাই এই দেশকে সুন্দর ও সুস্থ রাখার দায়িত্ব আমাদের সকলের। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সবাই মিলে যেন আনন্দের সাথে দুর্গাপূজার উৎসবটি সম্পন্ন করতে পারেন, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদকে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পূজামণ্ডপে দুষ্কৃতিকারীর হামলা, নেশাজাতীয় দ্রব্য সেবন, ভাংচুর প্রতিরোধে সকলকে সজাগ থাকার পাশাপাশি প্রতিটি মন্দির এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের নেতাদের সমন্বয়ে সম্প্রতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাচ্ছি’’।
সভায় জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য্য,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার( জিটুআই) মেজর মো: জাহিদ জাহান, খাগড়াছড়ি বিজিজি’র সহকারী পরিচালক মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা এনএসআই যুগ্ম পরিচালক মো: ফিরোজ রাব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা তথ্য অফিসা বাপ্পী চক্রবর্তী, ডিজিএফআই সহকারী পরিচালক নাজিম উদ্দিন,খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, মানিকছি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী,জেলা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম, পৌর প্যালেন মেয়র শাহ আলম, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা নাজমুস সাকিব, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি, জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ ।