শান্তি চুক্তির বর্ষপূর্তিতে ৪৩ বিজিবির ফ্রি মেডিকেল সেবায় ব্যাপক সাড়া


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন /
শান্তি চুক্তির বর্ষপূর্তিতে ৪৩ বিজিবির ফ্রি মেডিকেল সেবায় ব্যাপক সাড়া

শান্তি চুক্তির বর্ষপূর্তিতে ৪৩ বিজিবির ফ্রি মেডিকেল সেবায় ব্যাপক সাড়া

রামগড় অফিস:
পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ যৌথখামার এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করা হয়েছে।
দূর্গম এলাকায় বিজিবির এধরনের মানবিক সেবায় ঐ এলাকায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে দেখা দেয় ব্যাপক সাড়া। দলে দলে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন সেবা ক্যাম্পে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় বিজিবি জোন কমান্ডার লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+।

প্রধান অতিথি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে রোগী দেখেন অত্র জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: নূর হোসেন, এএমসি এবং রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  চিকিৎসক তাকিয়া তন্নি, এমবিবিএস।