শান্তিপুরে আদর্শ বহুমূখী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন /
শান্তিপুরে আদর্শ বহুমূখী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মো: আরিফুল ইসলাম : আদর্শ বহুমূখী কল্যাণ সমিতি’র উদ্যোগে শান্তিপুরের দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল রবিবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়ন এর শান্তিপুর বাজারে আদর্শ বহুমূখী কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে ঈদ উপহার বিতরণ করা হয়।
আদর্শ বহুমূখী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও গোমতী বি কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো: আব্দুর রাজ্জাক।
বিতরণ কার্যক্রমে আদর্শ বহুমূখী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সমিতির সদস্য ও শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল খালেক, সদস্য আব্দুল মান্নান রাজু, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ৩০টি অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, নারিকেল, কিসমিস, বাদামসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।