শহীদ ক্যাপ্টেন শেখ কামাল‘র ৭৪তম জন্ম বার্ষিকী পালন


admin প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৩, ৫:২৬ অপরাহ্ন /
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল‘র ৭৪তম জন্ম বার্ষিকী পালন


মো: সোহেল রানা : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের চিন্তা চেতনা, ধ্যান ধারনা, আদর্শ, খেলাধুলা, স্মার্ট মনোনশীল ভাবনা ধারন করে বর্তমান যুব সমাজ তার আদর্শ ধারন করে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কমাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ও স্মৃতিচারন অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।
৫ আগস্ট শনিবার সকাল ১০টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কমাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ এর প্রতিকিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম ও বীর মুক্তিযেদ্ধা এনামুল হক। এতে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তর এর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সেমিনার কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কমাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আব্দুল হাসনাত খাঁন, দীঘিনালা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্টাক্টর মো: মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: এনামুল হক, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুলা আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা প্রমূখ।

আলোচনা সভাশেষে শহীদ ক্যাপ্টেন শেখ কমাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা বিতরন ও অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।

পরে উপজেলার দীঘিনালা বাবুছড়া রাস্তার দুই পাশে ১০হাজার চারা রোপন কর্মসূচী উদ্বোধনের মাধ্যমে শান্তিপুর এলাকায় চারা রোপন করা হয়।