লামায় উন্মুক্ত উঠান বৈঠক করলেন গণযোগাযোগ অধিপ্তরের পরিচালক শিপলু জামান


admin প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২২, ৯:০৯ অপরাহ্ন /
লামায় উন্মুক্ত উঠান বৈঠক করলেন গণযোগাযোগ অধিপ্তরের পরিচালক শিপলু জামান

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবান জেলার লামা উপজেলায় ভিডিও কলের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উন্মুক্ত উঠান বৈঠক করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহা. শিপলু জামান। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ আলোকে নিয়মিত প্রচার কর্মসূচির (জুলাই-সেপ্টেম্বর ২০২২) আওতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কলে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহা. শিপলু জামান বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বেশ কয়েক বছর ধরে এর সুফল মানুষ পাচ্ছে। উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেডম্যান পাড়ায় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে রবিবার বিকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে করোনা ভাইরাস পরিস্থিতি ও দূর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভিশন ২০৪১ এর লক্ষ্য অর্জন সমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি, সাম্প্রদায়িক জঙ্গীবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্য বিহাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়। তথ্য অফিস লামার আয়োজনে উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পাড়া কারবারী ও নারী শিশু সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করেন।