বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টাফ কোয়ার্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার পর এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এটি কোনো নাশকতা না অন্য কিছু তা তাৎক্ষনিক স্পষ্ট করে কেউ কিছুই বলতে পারে নি। এ ঘটনায় লক্ষ্মীছড়ি থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৫-২০লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দ্রুত লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী এসে আগুন নেভানোর কাজে অংশ গ্রহন করায় পাশর্^বর্তি বসত ঘরগুলো রক্ষা পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস যোগ দিলে প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের সূত্রপাত সর্ম্পকে নিশ্চিত হতে না পারলেও কোনো দুর্বৃত্তের দ্বারা এ ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও দীর্ঘ দিনের পুরনো বিদ্যুৎ সংযোগ থাকায় শর্টসার্কিট হওয়ার বিষয়টিও উড়িয়ে দেয়া যায় না। তবে তদন্তে বেড়িয়ে আসতে পারে আগুনের আসল রহস্য।
লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনা জানার সাথে সাথে আমাদের টীম ছুটে যায়, অতিদ্রুত আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানান তিনি।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরী রুজু করা হয়েছে, ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :