রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা


admin প্রকাশের সময় : মে ১, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন /
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

রামগড় অফিস:

জেলার রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ মে ) সকাল ১১টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ অংশ নেন।
সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, মাদক, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর চাদাবাজি, কিশোর গ্যাং, শিক্ষা, পর্যটন, অবৈধ চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
এসময় রামগড় ৪৩ বিজিবির ক্যাপ্টেন ডা: নুর হোসাইন, সহকারী পরিচালক রাজু আহম্মেদ সহ বিজিবির পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।