রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ


admin প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ন /
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রামগড় অফিস :

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার জোরালগন্জ থানার রহমতপুর এলাকা হতে রামগড় ৪৩ বিজিবি অভিযানে ভারতীয় মদ জব্দ করা হয়। ৩ই জুলাই সোমবার  রাত সাড়ে নয় ঘটিকায়  রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো: উসমান গনি এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ৫৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ভারতীয় মদ জুরালগন্জ থানায় জিডি এন্ট্রি করার পর, ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।