রামগড় উপজেলা প্রেসক্লাবে সভাপতি নিজাম- সম্পাদক মোশারফ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন /
রামগড় উপজেলা প্রেসক্লাবে সভাপতি নিজাম- সম্পাদক মোশারফ

 

রামগড় অফিস : পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯ ঘটিকায় রামগড় উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে উৎসব মূখর পরিবেশে ভোটাভুটির মাধ্যমে ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।
পরিষদের আট সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও দৈনিক সাঙ্গু’র রামগড় উপজেলা প্রতিনিধি মো.নিজাম উদ্দিন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয় দৈনিক দেশ বাংলা পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন, সহ-সভাপতি দৈনিক নয়া বাংলা পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মো.শাহাদাত হোসেন কিরন , সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মো.মাসুদ রানা, অর্থ সম্পাদক দৈনিক মানবাধিকার ক্রাইমবার্তা পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মো.সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক দি বাংলাদেশ টুডে ও আলোকিত পাহাড় পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহেদ হোসেন রানা, প্রচার তথ্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক সমাচার পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম এবং সম্মানিত সদস্য হিসেবে দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি শেখ মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।