রামগড় অফিস: রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোন এলাকার ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর সকালে ৪৩ বিজিবির সদর দপ্তরে জোন কমান্ডার লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এসব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীর উপহারের প্যাকেট তুলে দেন। প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, আলু ৫ কেজি, চিনি ১ কেজি, তৈল ১ লিটার, লবণ ১ কেজি, ডাল ১ কেজি করে দেয়া হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪৩ বিজিবির জোন কমান্ডার লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সম্প্রতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় রামগড় বিজিবি দেশের আর্থ- সামাজিক উন্নয়ন সহ অসহায়-দরিদ্রদের সবসময় সহায়তা করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এসময় সহকারী পরিচালক রাজু আহমেদসহ ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, সৈনিক সহ স্থানীয় সাংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :