রামগড়ে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও রুপি সহ ৩ জন আটক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ১২:১৯ অপরাহ্ন /
রামগড়ে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও রুপি সহ ৩ জন আটক

রামগড়ে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও রুপি সহ ৩ জন আটক

রামগড় অফিস:

রামগড়ে বংলাদেশ-ভারত সীমান্তের ফেনীনদীর পাড় হতে রামগড় ৪৩ বিজিবি ২টি ভারতীয় মোটরসাইকেল ও ৪ হাজার সহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে।

রামগড় বিজিবি জোন সূত্রে জানা যায়, রামগড় সদর ইউপির ছোট খেদা এলাকায় ভারত সীমান্তের ফেনী নাদীর পাড় হতে চোরাই পথে আনা ভারতীয় ২ টি মোটরসাইকেল সহ রামগড় সদর ইউপির কাশিবাড়ী গ্রামের লিটন মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম, মালাপ্রু মারমার ছেলে উচিং মং মারমা এবং রাঙ্গামাটির কাউখালীর হারাগাজী এলাকার চাউক্রই মারমার ছেলে প্রাইং চিং মারমা কে কাশিবাড়ী বিওপির একটি বিজিবি টহল দল আটক করেছ। আটকের পর তাদের দেহ তল্লাশী করে ৪,০০০ ভারতীয় রুপি উদ্ধার করা।