রামগড়ে পাহাড় কাটায় দুই লক্ষ টাকা জরিমানা


admin প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ন /
রামগড়ে পাহাড় কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

রামগড়ে পাহাড় কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

রামগড় অফিস:
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মো. নুরুল নবীর ছেলে মো. হানিফ (২৩), ফেনীরকূল এলাকার মো. ইউছুফ এর ছেলে মো. জামাল উদ্দিন (৩১)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ১নং রামগড় ইউনিয়নের বাজার চৌধুরী পাড়া এলাকায় পাহাড় কাটা হচ্ছে এধরণের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পৃথক দুই মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন।
পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার।