রামগড়ে জনপ্রতিনিধিদের সাথে রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী মতবিনিময়


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৩, ৮:১০ অপরাহ্ন /
রামগড়ে জনপ্রতিনিধিদের সাথে রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী মতবিনিময়

রামগড়ে জনপ্রতিনিধিদের সাথে রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী মতবিনিময়

রামগড় অফিস:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রিটার্নিং অফিসারের সাথে রামগড় উপজেলার জনপ্রতিনিধিগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী।
সভায় সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, রামগড় ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন, কাউন্সিলর আহসান উল্যাহ, কাউন্সিলর আবদুল হক, ইউপি সদস্য আব্দুল আলিম দুলাল প্রমুখ।
মতবিনিময়কালে দ্বাদশ নির্বাচনে জনগণের স্বতঃফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান জেলা প্রশাসক মো. সহিদ্জ্জুামান।
এসময় রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস সহ কাউন্সিলরবৃন্দ, ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।