রামগড়ে গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার
রামগড় অফিস:
খাগড়াছড়ির রামগড়ে মো. আতাউল করিম (সিবলী) নামে গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিবলী পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত মো. নুরুল করিম মাষ্টারের ছেলে। তিনি পাঁচ মাসের এক মেয়ের জনক।
সিবলি সাবেক রামগড় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে মানসিক সমস্যায় ভূগছিলেন। সে আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বের করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার দুপুরে সিবলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় সিবলীর লাশ উদ্ধার করি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :