রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ৬:৫২ অপরাহ্ন /
রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ ঃ ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ জন নিরীহ কাঠুরিয়াকে হত্যা করে তৎকালীন শান্তি বাহিনী। দীর্ঘ ২৭ বছরেও এ বর্বরোচিত হত্যার বিচার হয়নি। বর্বরোচিত এ হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ৯ সেপ্টেম্বর শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জমান ডালিম ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা ইসলাম মৌ।
বক্তারা, পাকুয়াখালী গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ডের নির্দেশদাতা শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা সন্তু লারমার বিচারের দাবি জানান।