মানিকছড়ি প্রতিনিধি:- আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য মানিকছড়ি উপজেলাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, সহকারি পুলিশ সুপার মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান, ওসি মো. আনচারুল করিম প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ ৫ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :