প্রতিনিধি : বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের দুই যুগ পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে জেলার মানিকছড়িতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১শে আগস্ট শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা টাউন হলে সংগঠনের উপজেলা শাখার সভাপতি আপ্রুুসি মগের সভাপতিত্বে ও জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অংগ্য মারমার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির সদস্য সচিব কংজপ্রুু মারমা।
এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: এনামুল হক এনাম। জেলা যুব ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক অংগ্য মারমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মোশাররফ হোসেন, মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক মংখই মারমা, মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটির দপ্তর সম্পাদক সাথোয়াইপ্রুু চৌধুরি, মারমা ঐক্য পরিষদ উপজেলা শাখা সাধারণ সম্পাদক আময় মগ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যায়জরী মারমা, সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা, জেলা যুব কমিটির সহ-সম্পাদক মংসাথোয়াই মারমা, যুব ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক উসাজাই মারমা, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক রুইম্রাসাই মারমা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক থোয়াইঅংগ্য চৌধুরি ও নবযোগদানকৃত চহ্লাপ্রুু মারমা।
সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ দুই যুগ ধারে মারমা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখে অধিকার আদায়সহ শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মারমা ঐক্য পরিষদ সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছে’। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা রাখি। আলোচনা শেষে কেক কেটে সংগঠনের দুই যুগ পূর্তি উদ্যাপন করেন অতিথিরা। এসময় বিএনপি নেতা মো: জয়নাল আবেদীন, মো: আরব আলী, মাস্টার, মো: আবুল কাশেম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: জাহাঙ্গির হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শাহীনুর রহমানসহ বিএনপি ও মারমা ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
আপনার মতামত লিখুন :