মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো ট্যুরিজম পার্কে ‘চারুছায়া রেস্তোরাঁ’র ভিত্তিপ্রস্তর স্থাপন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন /
মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো ট্যুরিজম পার্কে ‘চারুছায়া রেস্তোরাঁ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

মানিকছড়ি সংবাদদাতা:- মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো ট্যুরিজম পার্কে ‘চারুছায়া রেস্তোরাঁ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলাধীন ডলু মৌজায় অবৈধভাবে দখলে থাকা ১৬০ একর টিলাভূমি উদ্ধারের পর থেকে জেলা ও উপজেলা প্রশাসন এটিকে পর্যটন বান্ধন করতে নানা পরিকল্পনা করে যাচ্ছে। প্রথমে এটির ‘মানিকছড়ি ডিসি পার্ক’ নাম করণ করা হলেও গেল বছরের ২৫ নভেম্বর আনুষ্ঠাকিভাবে প্রকৃতিবান্ধব অ্যাডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্ক হিসেবে ঘোষণা করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এর পর থেকেই পাল্টাতে শুরু করে এটির দৃশ্যপট। নতুন নতুন স্থাপনা ও এক্টিভিটি যুক্ত করায় দিনদিন বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। স্থাপন করা হয়েছে দেশের র্দীঘতম জীপ লাইন, সবচেয়ে উঁচু ক্লাইম্বিং ওয়াল আর ট্রি টপ ওয়াকিংয়ে রোমাঞ্চকর সব স্থাপনা। সেই সাথে তাবুতে রাত্রিযাপনের পাশাপাশি রয়েছে কটেজের ব্যবস্থা। তাছাড়া ২৫ একর টিলাভূমিকে পাখির অভয়ারণ্য হিসেবেও ঘোষণা করা হয়। দিনদিন পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় নানা পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে যুক্ত হলো রেস্তোরা। দীর্ঘদিন দর্শনার্থীদের খাবারের কোনো সুব্যবস্থা না থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হতো। আর পর্যটকদের খাবারের ভোগান্তি দূর করতে সেখানে রেস্তোরা নির্মাণের উদ্যোগ গ্রহণ করে খাগড়াছড়ি জেলা প্রশসাক মো. সহিদুজ্জামান। যার ফলে শনিবার দুপুরে ‘চারুছায়া রেস্তোরা’ নামের একটি রেস্তোরার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি পার্ক ঘুরে দেখেন এবং লেকে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।